জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিতঃ 2:36 pm | April 12, 2019

কালের আলো প্রতিবেদক:

জয়পুরহাট সদর থানার দানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ শিশু ও ৫ নারী রয়েছেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিরাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

কালের আলো/এমএইচএ