এএইচএফ কাপ হকি নিয়ে বড় স্বপ্ন বিমানবাহিনী প্রধানের
প্রকাশিতঃ 11:52 pm | April 12, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি। এতোদিন পরিকল্পনা-সাধ্য ও বাস্তবায়ন নানা বিষয় মিলিয়ে হকি নিয়ে নানান কথা প্রচলিত ছিল। কিন্তু বাংলাদেশ হকি ফেডারশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খোলনলচে পাল্টে বদলে দিচ্ছেন দেশের হকিকে। দেশের হকি নিয়ে স্বপ্নও বুনেছেন তিনি। আসন্ন এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ নিয়ে বড় স্বপ্নের কথা জানিয়েছেন। জাতীয় হকি দলের প্রতিটি খেলোয়াড়কে উজ্জীবিত করে তিনি বলেছেন, ‘খেলার সময় যে স্পিড, যে জোশ দরকার—তা তোমাদেরই আনতে হবে। আমরা চাই তোমরা দেশকে গর্বিত করো।’
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে অংশ নিতে আগামী সোমবার (১৪ এপ্রিল) রাতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় হকি দল। এ উপলক্ষে শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন, ফটোসেশন ও সংবাদ সম্মেলনে গতিনির্ভর দলটিকে নিয়ে আশাবাদী উচ্চারণে তিনি বলেন এসব কথা। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘হকি এমন একটি মঞ্চ, যেখানে আমরা দেশের প্রতিনিধিত্ব করতে পারি। আমরা খেলোয়াড়দের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত—ট্রেনিং, জার্সি, পরিবহন বা কোচ—সবই থাকবে। কিন্তু মাঠে নেমে পারফর্ম করতে হবে তোমাদেরই।’
জানা যায়, এই টুর্নামেন্টটি এশিয়া কাপ ২০২৫-এর বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে। ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ মোট ১০টি দেশ এতে অংশ নিচ্ছে। অতীতে বাংলাদেশ এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই এবারও একটি ভালো ফলাফলের আশায় রয়েছে গোটা দল ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি এবং পারস্পরিক সমন্বয় বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান বিমানবাহিনী প্রধান। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘বাংলাদেশ দল এবারের টুর্নামেন্টেও ভালো কিছু করে দেখাবে।’
তাঁর ভাষ্য মতে- ‘হকি ফেডারেশন এই টুর্নামেন্টের প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন করেছে। অতীতে আমরা এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছি। কোনো চাপ নেই। আমরা সব কিছু বিবেচনা করে খুবই আশাবাদী, এবারও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারব। আগামীতে তোমরাই হকি বিশ্বকাপে লাল-সবুজের পতাকা উড়াবে, এটা আমার বিশ্বাস।’
এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
কদিন আগে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। দলে প্রথমবার ডাক পেয়েছেন ওবায়দুল হোসেন। বিকেএসপিতে থাকাকালে ২০২০ সালে অনূর্ধ্ব-২১ হকি দলে জায়গা পেয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে ওমানের মাসকটে জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যে ইতিহাসের অংশ ছিলেন ওবায়দুলও। পুরো টুর্নামেন্টে করেছেন পাঁচ গোল। এরপর বিজয় দিবস হকিতেও উজ্জ্বল ছিলেন এই ফরোয়ার্ড। বিমানবাহিনীর হয়ে করেছেন ছয় গোল। সব মিলিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখেই বিজয়ের হাসি নিয়েই দেশে ফিরতে চায় পুস্কর খিসার দল।
কালের আলো/এমএএএমকে