সারা বিশ্বে ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন
প্রকাশিতঃ 6:57 pm | April 14, 2019
কালের আলো ডেস্ক:
কারিগরি ত্রুটির কারণে সারা বিশ্বে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার বিঘ্নিত হচ্ছে।
রোববার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার কিছু পর থেকে এ তিনটি সামাজিক মাধ্যম ব্যবহারকারী অনেকেই জানিয়েছেন, তারা এগুলো ব্যবহার করতে পারছেন না।
তবে মোবাইল ফোনে ব্যবহারকারী কেউ কেউ ফেসবুকে ঢুকতে পারছেন বলে জানিয়েছেন। তবে সব ফিচার ব্যবহার করতে পারছেন না।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর অনলাইনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা থেকে ফেসবুক ও এর আরো দুটি প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারছেন না। আর এ বিষয়টি অনেকেই তাদের টুইটার একাউন্ট থেকে জানাচ্ছেন।
সারা বিশ্বেই এ তিনটি সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কালের আলো/এমএইচএ