‘দ্বন্দ্ব’ ভুলে এক টেবিলে শামীম ওসমান ও এসপি হারুন

প্রকাশিতঃ 9:38 pm | April 14, 2019

কালের আলো প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

পহেলা বৈশাখ বলে কথা! সব ভেদাভেদ ভুলে আনন্দে মাতোয়ারা হওয়ার মত একদিন। আর তাইতো তাদের মনস্তাত্ত্বিক লড়াইয়ে ভাটা পড়লো। গলে গেল বরফ। যুদ্ধেংদেহী মনোভাব থেকেও নিজেদের সরিয়ে আনলেন। খেতে বসলেন এক টেবিলে, সময় কাটালেন এক সঙ্গে।

ছবির সঙ্গে মিলিয়ে এ চিত্রটি নারায়নগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও সেখানকার পুলিশ(এসপি) সুপার হারুন অর রশিদের।

সাম্প্রতিক সময়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসে রুপ নিয়েছিল। কিন্তু পহেলা বৈশাখ ঘিরে রোববার(১৪ এপ্রিল) পুলিশ সুপার(এসপি) হারুন অর রশিদের নিমন্ত্রণে সংসদ সদস্য শামীম ওসমান সেখানে উপস্থিত হন।

এরপর তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দুপুর সোয়া ২টার দিকে এক টেবিলে বসে আহার সারেন। বিষয়টিকে জঞ্জাল মুখর নারায়ণগঞ্জের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই।

প্রসঙ্গত, সম্প্রতি একটি জরুরী কর্মী সভায় সংসদ সদস্য শামীম ওসমানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা পুলিশ সুপার হারুন অর রশিদকে ইঙ্গিত করে নানা বক্তব্য রেখেছিলেন। এর আগে পুলিশ সুপার হারুন অর রশিদও ঘোষণা দিয়েছিলেন ‘যত প্রভাবশালী হক, ছাড় দেয়া হবে না।’

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের বিরুদ্ধে জিডি ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু জড়িয়ে নানা অভিযোগে উত্তপ্ত ছিলো নগরী। তবে বর্ষবরণের প্রথম দিনেই বরফ গলে দু’জনের দ্বন্দ্বেরও আপাতত অবসান ঘটল।

কালের আলো/এমএইচএ