গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

প্রকাশিতঃ 10:36 am | April 21, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইসরায়েলি বাহিনী গাজায় ৩২ জন এবং লেবাননে আরও দুজনকে হত্যা করেছে। খবর আল জাজিরার।

বনি সুহেলিয়া শহরে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর আগে তিনজনের নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

আল জাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার তথাকথিত মানবিক অঞ্চল আল-মাওয়াসিতে একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত দুজনকে হত্যা করেছে।

এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মাসে গাজায় অন্তত ৫১ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৮৬৯ জন আহত হয়েছেন।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। তারা আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে বহু নিখোঁজ মানুষ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনের একটি জনবহুল বাজারে বোমা হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছে।

বিদ্রোহী গোষ্ঠী হুতি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানায়, মার্কিন বাহিনী উত্তর-পশ্চিম ইয়েমেনের আমরান প্রদেশে তিনটি হামলা এবং উত্তরের মারিব প্রদেশের আল-জাওবা জেলায় আরও দুটি হামলা চালিয়েছে।

আল মাসিরাহ আরও জানায়, মারিবের সারওয়াহ জেলায় আরও চারটি হামলার ঘটনাও ঘটেছে।

কালের আলো/এমডিএইচ