ভারতীয় বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ঝাড়খণ্ডে নিহত ৬

প্রকাশিতঃ 12:58 pm | April 21, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতের ঝাড়খণ্ড জেলা ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঝাড়খণ্ডের বোকারো জেলায় লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে এই ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) – এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০৯ কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা) ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মাওয়াবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন তারা। গোলাগুলির ঘটনায় ৬ মাওবাদী নিহত হয়েছেন।

এ সময় ওই এলাকা থেকে সেনারা একটি এসএলআর, দুটি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল জব্দ করা হয়। অভিযানে এখন পর্যন্ত সিআরপিএফের কোনো সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১২ এপ্রিল ঝাড়খণ্ডের জাগুয়ারের একজন ভারতীয় সেনা নিহত হন। এছাড়া ঝাড়খণ্ডের চাইবাসায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক সিআরপিএফ কর্মী আহত হন।

এর আগে ঝাড়খণ্ডের জারাইকেলায় আইইডি বিস্ফোরণে নকশালবিরোধী অভিযানের সময় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন।

কালের আলো/এমডিএইচ