ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযান, ১৪ দালাল আটক
প্রকাশিতঃ 7:06 pm | April 22, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র্যাব-১৪। মঙ্গলবার সকাল ১০টা থেকে টানা দুই ঘণ্টার অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে দালালদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের সেবাপ্রার্থীদের হয়রানি রোধে এমন অভিযান চালানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে প্রতারণা করছিল।
আটকদের মধ্যে রয়েছেন—মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০) এবং রোকসানা আক্তার (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সম্প্রতি রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে জেলা প্রশাসনের কাছে অভিযান চালানোর আবেদন জমা পড়ে, যার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ১,০০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩-৪ গুণ রোগী ভর্তি থাকে। দালালদের সক্রিয়তা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করে। এই অভিযান সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।
কালের আলো/এসএকে