নারী কমিশনের সুপারিশে নিন্দা ইসলামি বুদ্ধিজীবী ফ্রন্টের
প্রকাশিতঃ 2:35 am | April 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোকে ‘পবিত্র কোরআন, ইসলাম ও শরিয়তবিরোধী’ উল্লেখ করে এসব সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট। বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
ইসলামি বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, “সুপারিশগুলোর বেশিরভাগই পবিত্র কোরআন, ইসলাম, মুসলমান ও শরীয়তবিরোধী। এ ধরণের প্রস্তাব কেবল নাস্তিক-মুরতাদদের দ্বারাই সম্ভব। পশ্চিমাদের নুন খেয়ে কোরআনবিরোধী প্রস্তাব দিয়ে বিরানবই ভাগ মুসলমানের ইমান ও আকিদায় আঘাত করা হয়েছে। এই নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে।”
সৈয়দ আবদুল হান্নান আল হাদী আরো বলেন, বাংলাদেশে বহু বছর ধরে পারিবারিক আইন ধর্মভিত্তিক। শুধু বাংলাদেশ নয় বরং ভারতসহ অধিকাংশ দেশেই পারিবারিক আইনের ভিত্তি ধর্ম। কারণ, সকল দেশ ও সভ্যতায় ধর্ম মেনেই পরিবার গঠন হয়। এর বিরুদ্ধে তেমন কোন অভিযোগও নেই। কিন্তু এই কমিশন পারিবারিক আইনের ভিত্তি বদলে দেয়ার প্রস্তাব করে জনরোষ উস্কে দেয়ার অপচেষ্টা করেছে। আমরা আশংকা করছি নারী কমিশনের সদস্যগণ ভারত দ্বারা প্রভাবিত হয়ে বিপ্লবোত্তর সরকারকে বিতর্কিত করতে এবং তাদের সাথে থাকা গণসমর্থনকে ক্ষতিগ্রস্ত করতে এ ধরণের প্রস্তাব দিয়ে থাকতে পারে।”
কালের আলো/এসএকে