বাতিল নিবন্ধন পুনরুদ্ধার চায় পিডিপি

প্রকাশিতঃ 11:30 am | April 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধার ও ঐতিহ্যবাহী ‘বাঘ’ প্রতীক ফেরত পেতে ফের নির্বাচন কমিশনে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইতিমধ্যে বৈঠকেও করেছে দলটি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল বুধবার দলের মহাসচিব হারুন আল রশিদ খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে বলে জানা যায়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে দলটির মহাসচিব হারুন আল রশিদ খান জানান, ২০২১ সালের ২৮ জানুয়ারি তৎকালীন নির্বাচন কমিশন আমাদের জেলা পর্যায়ে পর্যাপ্ত অফিস ও গঠনভূমির অভাব দেখিয়ে নিবন্ধন বাতিল করেছিল। পুনরায় যাতে নিবন্ধন ফিরে পেতে পারি তা বিবেচনার জন্য আমরা সাক্ষাৎ করেছি। সিইসি মহোদয় আমাদের পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মোতাবেক আমরা কাজ করব।

২০০৮ সালে দেশে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পর প্রথম দফায় স্বীকৃতি পায় পিডিপি। সেই থেকে ‘বাঘ’ ছিল দলটির প্রতীক। নিবন্ধন বাতিল হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার সুযোগ হারায় তারা, ফলে নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে বাধ্য হন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নিবন্ধন ফিরে পেলে পিডিপি আবারও কেন্দ্রীয় ও মাঠ‑রাজনীতিতে সংঘবদ্ধভাবে উপস্থিত হতে পারবে। তবে দলটিকে সংগঠন‑পরিচালনার সক্ষমতা ও গণভিত্তি প্রমাণে কঠোর মানদণ্ড পেরোতে হবে।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রগতিশীল গণতান্ত্রিক দলটির (পিডিপি) নিবন্ধন পুনরায় দিতে হলে তার আগে শাখা মাঠ‑তথ্য যাচাইয়ের জন্য জেলা প্রশাসন ও আইন‑শৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন সংগ্রহ করে কমিশন তা পেশ করা হবে তারপর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নিবন্ধন প্রথা চালু হওয়ার সময় ২০০৮ সালে নিবন্ধন পেয়েছিল পিডিপি। দলটির প্রতীক ছিল বাঘ।

কালের আলো/এএএন