সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে: পরিবেশ উপদেষ্টা
প্রকাশিতঃ 2:28 pm | April 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে গেছে সরকার। কক্সবাজারের নদী, বনভূমি ও সি-বিচ এলাকা থেকে সব ধরনের অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কক্সবাজার পৌরসভার ময়লার ভাগাড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বিভিন্ন সংস্থার কাছে বরাদ্দ ছিল। এখন এসব জমি বন বিভাগের আওতায় ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে ৭০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। একজন ব্যক্তি ১৫০ একর জায়গায় ভবন নির্মাণ করছিল, সেটিও বন্ধ করা হচ্ছে।’
রিজওয়ানা হাসান আরও জানান, ‘ফুটবল একাডেমির জন্য বরাদ্দকৃত ২০ একর জমিও ফেরত আনা হচ্ছে। এছাড়া দায়িত্ব নেয়ার পর ৫১ একর জমি উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। সোনাদিয়া দ্বীপে বেজার জন্য বরাদ্দ জমিও বন বিভাগের কাছে ফেরত আনার উদ্যোগ চলছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নিয়ম না মেনে কেউ কিছু নির্মাণ করলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে। ইসিএ (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা) এলাকায় পরিবেশ অধিদফতর, বন বিভাগ এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা নির্মাণ করা যাবে না।’
পরিবেশ উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সি-বিচ যদি এখনই রক্ষা করা না যায়, তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে যাবে। সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন— নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ।
কালের আলো/এএএন