সিলগালা করা হল বিজিএমইএ ভবন
প্রকাশিতঃ 8:52 pm | April 16, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার(১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে দেয়া হয়।
এর আগে রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান বলেন, বিকেল ৫টার পর বিজিএমইএ ভবন সিলগালা করে দেবে রাজউক। কিন্তু ভবনের ভেতরের অফিসগুলোর মালামাল সে সময়ের মধ্যে সরাতে না পারায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে দেয়া হয়।
এ দিকে সকাল থেকে আদালতের রায়ে অবৈধ বিবেচিত রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সকাল থেকে শুরু করে রাজউক।
রাজউকের প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস বলেন, আমরা ইতোপূর্বে চাইনিজ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাদের সহযোগিতায় কন্ট্রোলড ডিমোলেশিং (নিয়ন্ত্রিত বিস্ফোরণ) প্রক্রিয়ার মাধ্যমে ভবনটি ভাঙা হবে। এর আগে র্যাংগস ভবন অপসারণ করতে বেশকিছু ক্যাজুয়ালিটি হয়েছিল। আমরা চাই এ ভবনটি সঠিকভাবে অপসারণ করতে। তাই চাইনিজ বিশেষজ্ঞদের নিয়ে কন্ট্রোলড ডিমোলেশিং পদ্ধতিতে এটি অপসারণ করা হবে। অপসারণের অংশ হিসেবে আমরা এ ভবনটির ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করব।
প্রধান প্রকৌশলী বলেন, কন্ট্রোলড ডিমোলেশিং একটি প্রক্রিয়ার বিষয়। এটি একটি বিশাল ভবন। এখানকার গ্লাসগুলো আগে খুলে ফেলতে হবে। এছাড়া আরও অনেক বিষয় আছে, যা সম্পন্ন করার পরই অপসারণ করা হবে ভবনটি। আমরা আজ থেকে ভবন অপসারণের প্রাথমিক কাজ শুরু করেছি, যা শেষ করতে কিছুটা সময় লাগবে।
সর্বশেষ গত ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে রাজউক।
কালের আলো/এমএইচএ