মেট্রোরেল চলাচল বন্ধ
প্রকাশিতঃ 6:27 pm | April 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার বিকেল ৫টা ১০মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকাল ৫টা ১০ মিনিটের দিকে শাহবাগে হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।
রাজধানীর মিরপুর ১১ নম্বর স্টেশনের এক যাত্রী জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারছেন না।
কালের আলো/এসএকে