সাড়া জাগিয়েছে সাংবাদিক বিপুলের ‘কুয়াকাটা থেকে মারাকেশ’
প্রকাশিতঃ 2:23 am | February 24, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুলের ‘কুয়াকাটা থেকে মারাকেশ’ শিরোনামের ভ্রমণ কাহিনী। দেশ-বিদেশে ভ্রমণের নানা অভিজ্ঞতা ও জানা-অজানা বিষয়াদি তুলে এনেছেন বইটিতে।
ইতোমধ্যে পাঠক মহলে সাড়া ফেলেছে এ ভ্রমণ কাহিনী। প্রতিশ্রুতিশীল এ সাংবাদিকের ঝরঝরে ও সাবলীল ভাষায় উপস্থাপনা আকৃষ্ট করেছে পাঠকদের। মাত্র ২৭৫ টাকায় বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যোনে ১৭৩-৭৪ নম্বর স্টলে।
বিভিন্ন দেশের পাহাড়, সমুদ্র, নদীর পাশাপাশি আফ্রিকার সাহারা মরুভূমি এবং বরফ ঢাকা ইউরোপের বিভিন্ন দেশের পর্যটনস্পটগুলোর কথা সাংবাদিক বিপুল ফুটিয়ে তুলেছেন সুনিপুণ দক্ষতায়। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটির সাজেকের আঁকাবাঁকা সবুজে ঘেরা সর্পিল সড়কের বর্ণনার সঙ্গে সঙ্গে মেঘ পাহাড়ের মাখামাখি।
ফুটে উঠেছে আফ্রিকার দেশ মরক্কোর মারাকেশ হয়ে সাহারা মরুভূমি, এটলাস পর্বতের পাথুরে পাহাড় কেটে তৈরি করা ভয়ংকর ও দুর্গম সড়কের বর্ণনা।
সাংবাদিক ও লেখক নিজামুল হক বিপুল তার বইয়ে ইউরোপের বিভিন্ন দেশের পর্যটনস্পট ভ্রমণের গল্পও লিখেছেন। লেখার মাধ্যমেই পাঠককে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কখনও সুইজারল্যান্ডের আল্পস পর্বতের চূড়ায় আবার কখনও কোন ডান্স ক্লাবে। নিয়ে গেছেন প্যারিসের আইফেল টাওয়ারে।
বেহুলা বাংলা প্রকাশিত বইটি সম্পর্কে লেখক নিজামুল হক বিপুলের মন্তব্য- ‘পাঠকের কথা চিন্তা করে সহজ সরল ভাষায় ঘটনাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গা শিউরে ওঠার মতো এসব গল্প পাঠককে নিশ্চিত আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।
ভ্রমণ গল্পগুলো পড়ার সঙ্গে সঙ্গে পাঠক ডুবে যাবেন কল্পনার রাজ্যে। কল্পনায়ই পৌঁছে যাবেন সেইসব অজানা-অচেনা স্থানে, সৌন্দর্যের কাছে।’
বইটির প্রকাশক চন্দন চৌধুরী সাংবাদিকদের জানান, আমরাও যত্নের সঙ্গে বইটি প্রকাশ করেছি। পাঠকদের মাঝে এ ভ্রমণ কাহিনী বেশ সাড়া জাগিয়েছে।
কালের আলো/এসএ/এএম