আড়িয়াল বিলে ধান কাটা-মাড়াই উদ্বোধন করলেন দুই উপদেষ্টা

প্রকাশিতঃ 9:43 pm | April 26, 2025

মুন্সীগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার আড়িয়াল বিলের পাকা ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধন করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা  আদিলুর রহমান খান।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শ্রীনগর উপজলার শ্রীধরপুরে ধান কাটা ও মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন তারা।

পরে উপস্থিত কৃষক ও স্থানীয়দের পাশে বসে তাদের কথা শোনেন দুই উপদেষ্টা। এ সময় স্থানীয়দের দাবির মুখে বিলের আশপাশের খাল খনন, মাটি কাটা রোধে আলমপুর খালের মুখে চেক পোস্ট বসানো, চলতি বছরের মধ্যে আড়িয়াল বিলের পাশে ৫ টন ক্ষমতার দুইটি কোল্ডস্টোরেজ নির্মাণের ঘোষণা দেন কৃষি উপদেষ্টা।

শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আড়িয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ভেকুগুলো যারা সরবরাহ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ