পিআইবির নতুন ডিজি জাফর ওয়াজেদ
প্রকাশিতঃ 3:42 pm | April 17, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ।
তাকে দুই বছরের জন্য মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার(১৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
পিআইবির সাবেক মহাপরিচালক শাহ আলমগীরের অকাল মৃত্যুতে শূন্য হয় পদটি। কে আসছেন এই পদে তার পর থেকেই বিষয়টি নিয়ে নানা রকম গুঞ্জন ছিল।
এর আগে গত ১১ মার্চ পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।
কালের আলো/এমএইচএ