অনুকরণীয় বঙ্গবন্ধু কন্যা

প্রকাশিতঃ 3:28 am | February 24, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো :
তিনি শিশু বান্ধব। বাচ্চাদের ভালোবাসেন ভীষণ। পথেঘাটে চলতে ফিরতে ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে মায়ের মমতায় আদর করেন আবার অবনতমস্তকে জড়িয়ে ধরেন বয়োবৃদ্ধদের। কখনো আবার রিকশা ভ্যানে নাতিকে কোলে নিয়ে ঘুরেন শৈশবের স্মৃতিময় স্থানগুলোতে।

এমনভাবে বার বার দৃশ্যপটে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিন্ন এমন সাধারণ চেহারাতেই আরো একবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। এবার ছোট বোন শেখ রেহানার ছেলে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস্ থেকে লেখাপড়া করা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির একজন পরামর্শক হিসেবে কাজ করা রেদওয়ান মুজিব সিদ্দিক ববি’র দু’সন্তানের সঙ্গে প্রাণোচ্ছ্বল এক বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী।

কখনো নাতনির চুলের বিনুনি কেটে দিয়েছেন তেমনি খানিক সময় দুরন্ত নাতি-নাতনিদের সঙ্গে মেতেছেন খুনসুঁটি-হাস্যোল্লাসে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে গণভবনের সামনের ও পিছনের লনে নাতি-নাতনীদের হাত ধরে ঘুরে বেড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে চমৎকার সুন্দর এমন মুহুর্ত কাটিয়েছেন ব্যতিক্রমী ও অনুকরণীয় নেতৃত্বের গুণাবলীর অধিকারী দেশের এ শীর্ষ নেত্রী।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এ দু’টি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি লিখেছেন, ‘আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা…’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর নিকট অতীতে গত ৪৭ বছরে এমন নেতৃত্ব আর দেখেনি দেশবাসী। নেতৃত্বে দৃঢ়তা, রাজনৈতিক কৌশলে দূরদর্শিতা সিদ্ধান্তে দৃঢ়চেতা ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। ভীষণ আদর করেন ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও স্ত্রী পেপপি সিদ্দিকের দুই সন্তান লীলা এবং কাইয়ুজকে।

বছর খানেক আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ববি’র ছেলেকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী বসেছিলেন ভ্যানের সামনের দিকে। ওই সময়টাতে তাঁর সঙ্গেই ছিলেন ববি, স্ত্রী ও মেয়ে। শীতের সকালে প্রধানমন্ত্রীর সাদামাটা চেহারার সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

এর আগে পায়ের জুতা খুলে নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনায়াসে সাগরের সৈকতে নেমে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেও আলোচনা ও প্রশংসার শীর্ষে ছিলেন মা-মাটি ও মানুষের এ নেত্রী। কক্সবাজারে কোলাহলমুক্ত ও নির্মল প্রকৃতির ছোঁয়া পেয়ে ওই সময়টাতে নেত্রীর চোখেমুখে ছিল খুশির ঝিলিক।

সৈকতে সময় কাটিয়ে প্রধানমন্ত্রী মুগ্ধ দৃষ্টিতে দেখছিলেন সমুদ্রের ঢেউগুলোর অপূর্ব মিতালী। বিশাল জলরাশির সামনে সৈকতের নয়নাভিরাম দৃশ্য বেশ কিছুক্ষণ উপভোগ করেন প্রধানমন্ত্রী। যাপিত জীবনে ধর্মীয় অনুশাসন অক্ষরে অক্ষরে পালন করা মমতাময়ী এ প্রধানমন্ত্রী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ক্যারিয়ারে একাধিকবার গণমানুষের নেতার চরিত্রে আবির্ভূত হয়েছেন।

শিশু বান্ধব প্রধানমন্ত্রীর এমন ছবি প্রসঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তরুণ রাজনীতিক ও জনপ্রিয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল কালের আলোকে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার-বোঝার-শেখার-অনুসরণ-অনুকরণীয় অনেক কিছুই আছে। তিনি শিশুদের অনেক ভালোবাসেন। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এগুলো শিশুদের প্রতি তার গভীর মমত্ববোধেরই বহি:প্রকাশ।’

কালের আলো/এসএম/আরআই