সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৮, দায় স্বীকার জঙ্গী সংগঠনের

প্রকাশিতঃ 4:05 am | February 24, 2018

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো :
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্টের বাসভবনের পাশে এই হামলার পর গোলাগুলির শব্দ শোনা গেছে। দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দেশটির আমিন অ্যাম্বুলেন্স সার্ভিস হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি, একটি বিস্ফোরণ প্রেসিডেন্টের ভবনের ভেতরে ঘটে। আরেকটি একটি জনপ্রিয় হোটেলের কাছে ঘটানো হয়।’

সোমালিয়া সরকার সন্ত্রাসী সতর্কতা জারির একদিন পর এই হামলা চালানো হলো। এর আগে ১৮ ডিসেম্বর মোগাদিসুতে দেশের প্রধান পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার আগে অক্টোবরে দেশটির ইতিহাসে ভয়াবহতম হামলায় ৫১২জন নিহত হয়। ওই ঘটনার জন্য সোমালিয়া সরকার আল কায়েদার ঘনিষ্ঠ আল শাবাব জঙ্গিগোষ্ঠীকেই দায়ী করেছিল।

কালের আলো/আইডি