ময়মনসিংহে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিতঃ 4:01 pm | April 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মরাজের মা (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ১৬ বছর পর দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল হেলিম (৪২) ও আবুল কাশেম ভূইয়া (৪০)।

এছাড়াও আব্দুল আজিজ ও খোকন মিয়াকে তিন বছরের কারাদণ্ডসহ ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং ২৫ জনকে খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ এহসানুল হক এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের হেলিম ও আবুল কাশেমের সঙ্গে মরাজের মা’র ছেলে আব্দুস সালাম ভূইয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এ বিরোধের জেরে ২০০৩ সালের ৩ নভেম্বর আসামিরা ধারালো কাত্রার আঘাতে মরাজের মাকে (৬০) হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে আব্দুস সালাম ভূইয়া বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্ত শেষে ৩১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ। বিচার চলাকালে ২ জন আসামি মারা যান।

মামলার দীর্ঘ শুনানি শেষে আজ বিজ্ঞ বিচারক এ মামলার রায় দেন।

কালের আলো/ওএইচ