পাকিস্তানপ্রেমীদের কাছ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে-প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 5:44 pm | February 24, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়েছে, বাংলাদেশ এগিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পাকিস্তানপ্রেমীদের কাছ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে।
যারা যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়েছে জাতি তাদের কোনদিনই ক্ষমা করবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখারও আহবান জানান প্রধানমন্ত্রী।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী সর্বস্তরে বাংলাভাষার প্রচলন বিষয়ের তাগিদ দিয়ে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে উচ্চ আদালতের রায়ও বাংলায় লেখা হবে। এটা আমরা আশা করতে পারি। তবে ইংরেজি ভাষায় রায় লেখার বিষয়টি বহুদিনের অভ্যাস। হুট করে তো সবকিছুর পরিবর্তন সম্ভব না। তবে ভবিষ্যতে বাংলায় রায় লেখা হবে।’
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাঙলা ভাষা ও সাহিত্য পড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেখানে বাঙলা ভাষা শেখার ব্যবস্থা থাকবে না কেন? অবশ্যই থাকতে হবে। বাঙলা ভাষা ও সাহিত্য পড়ানোর ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দাওয়াত কার্ডও এখন ইংরেজিতে লেখা হয়। এটা কেন লিখতে হবে? ইংরেজি ভাষাভাষীর জন্য সেটা হতে পারে। তবে আমাদের দেশে বিয়ের কার্ড কেন ইংরেজি ভাষায় লিখতে হবে? এর মধ্যে তো কোনো আলাদা মর্যাদা নেই। এ সময় এক সচিবের মেয়ের বিয়ের কার্ড বাঙলা ভাষায় লেখায় বেশ প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে অন্য ভাষাও শিখতে হবে। আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ বাড়াতে এটা জরুরি। এই সময়ে যে যত বেশি ভাষা শিখতে পারে তার জন্য তত ভালো। তবে সবার আগে ভালোভাবে বাঙলা ভাষা শেখাটা জরুরি।
‘আগে যারা ইংরেজি শিখতো না তারা এখন এ ভাষা শিখতে আগ্রহ দেখাচ্ছে। বাঙলাকে প্রাধান্য দিয়ে সেক্ষেত্রে আমরা অন্য ভাষার চর্চা করবো। ইংরেজি ভাষার অনেক শব্দও তো আমরা বাঙলা ভাষায় গ্রহণ করেছি।’
কালের আলো/এমএ/এএস