শ্রীলঙ্কা হামলায় জঙ্গী সংগঠনের দায় স্বীকার

প্রকাশিতঃ 9:26 pm | April 22, 2019

কালের আলো ডেস্ক:

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের একটি জঙ্গিগোষ্ঠী।

সোমবার (২২ এপ্রিল) সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে রাশিয়া ভিত্তিক সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তবে প্রতিবেদনে এই নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে, হামলায় আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল শ্রীলঙ্কান গোয়েন্দা সংস্থা। এছাড়া উগ্র ইসলামপন্থীরা দ্বারা এই হামলা হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

হামলায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক বলেও নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এছাড়া প্রায় পাঁচ শতাধিক আহত হয়েছেন।

কালের আলো/এমএইচএ