সেই ‘পীর’ পেয়ারের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশিতঃ 10:19 pm | April 22, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নিজের লোকদের কখনো ভিখারি কখনো রোগী সাজিয়ে সহায়তা হিসেবে মোটা অংকের টাকা তুলে দিয়ে সেই ভিডিও ইউটিউব চ্যানেল এএইচ পিতে আপ করেব্যাপক পরিচিত পাওয়া কথিত ‘পীর’ আহসান হাবিব পেয়ারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
সোমবার(২১ এপ্রিল) আহসান হাবিব পেয়ারের বিরুদ্ধে জিন ও ভূত তাড়ানোর নামে তরুণীদের সঙ্গে পর্নো ভিডিও ধারণ করে প্রতারণা করার অভিযোগে করা মামলায় চার্জ শিট দাখিল করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান।
তিনি জানান, সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) সজীবুজ্জামান পর্নোগ্রাফি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে আহসান হাবিব পেয়ারের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকের আদালতে পেয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
কালের আলো/এমএইচএ