কঙ্গোর পর দক্ষিণ সুদানেও ব্যস্ত সেনাবাহিনী প্রধান, ফোর্স কমান্ডারের সঙ্গে সাক্ষাত

প্রকাশিতঃ 3:07 pm | April 24, 2019

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

গৌরব ও সাফল্যের সঙ্গেই আন্তর্জাতিক শান্তি রক্ষায় দুই দশক সময় পার করেছে বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের অংশ হিসেবে উত্তরপূর্ব আফ্রিকায় অবস্থিত দক্ষিণ সুদানেও দক্ষতা ও পেশাদারিত্বের অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্যরা।

সততা, শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেমের আরেক নাম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ কঙ্গোর পর এবার আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের এই দেশটি সফরে চরম ব্যস্ত সময় পাড়ি দিচ্ছেন।

আরো পড়ুন: দক্ষিণ সুদানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সেনাপ্রধান

সেখানে নেতৃত্বের দক্ষতায় এবং পেশাগত নৈপুণ্যে আরো চৌকস হয়ে উঠা নিজ বাহিনীর সদস্যদের দেশের জন্য বিরল সম্মান ও মর্যাদা বয়ে আনায় আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রথমে দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের গভর্নর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার (২৪ এপ্রিল) তিনি সেখানে নিয়োজিত শান্তিরক্ষা মিশন আনমিসের ফোর্স কমান্ডার ও এসআরএসজি’র সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।

আরো পড়ুন: দক্ষিণ সুদানকে সামরিক ও প্রশিক্ষণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের (ভিডিওসহ)

এদিনই এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের দুই ঘন্টা পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের দক্ষিণ সুদানের সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন।

এর আগে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান পৌঁছালে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে বাংলাদেশের কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

বিশ্লেষকরাও বলছেন, জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই উৎসাহব্যঞ্জক। শান্তি রক্ষা মিশনে সেনা মোতায়েনের সংখ্যার বিচারেও দীর্ঘ সময় ধরেই শীর্ষস্থান দখল করে আছে বাংলাদেশ।

এই ধারা অব্যাহত রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনার সমুন্নত বিধানের জন্য সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর বিশ্বশান্তি স্থাপনের ভূমিকাকে ইতিবাচক ও ঐতিহাসিকভাবেই মূল্যায়ন করছে দেশ।

শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে গত সোমবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ৮ দিনের এই সরকারি সফরে তিনি কঙ্গোর পাশাপাশি দক্ষিণ সুদানও সফর করছেন। গুরুত্বপূর্ণ এ সফর শেষে আগামী ২৭ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

কঙ্গো সফরকালে বুধবার (১৭ এপ্রিল) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কো’র ফোর্স কমান্ডার লে: জেনারেল ইলিয়া রর্ডিগেজ মার্টিনস ফিলহো ও ডেপুটি এসআরএসজি ডেভিড গ্রেসলি’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সেখানে ফিলহো ও গ্রেসলি সেনাপ্রধানের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

পরে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কঙ্গোর ইতুরি প্রদেশের গভর্নর মি: প্যাসিফিক কেটা উপার’র সাথেও এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

কালের আলো/এসটি/এএ