দক্ষিণ সুদানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 9:40 pm | April 24, 2019

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

নবাবী আমল নেই। নেই নবাবী আমলের জৌলুস। তবুও রয়ে গেছে নবাবদের স্মৃতিচিহ্নের কীর্তি। তেমনি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এককালের ব্রিটিশ ভারতের নবাবদের বাসভবন ও কাচারি হিসেবে পরিচিত আহসান মঞ্জিল। দেশের ইতিহাস-ঐতিহ্যের ধারক গুরুত্বপূর্ণ সুরম্য এ ভবনটি এক কিংবদন্তি।

আর এই কালের স্বাক্ষীকেই উত্তরপূর্ব আফ্রিকায় অবস্থিত দক্ষিণ সুদানেও উপস্থাপন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আরো পড়ুন: কঙ্গোর পর দক্ষিণ সুদানেও ব্যস্ত সেনাবাহিনী প্রধান, ফোর্স কমান্ডারের সঙ্গে সাক্ষাত

বুধবার (২৪ এপ্রিল) দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস’র এসআরএসজি ডিভিড শিয়েরারের হাতে স্মারক উপহার হিসেবে তুলে দেন দেশপ্রেমিক এই বাহিনীর প্রধান।

সেনাপ্রধানের এ উপহারে মুগ্ধ আনমিস’র এসআরএসজি ডিভিড শিয়েরারও। তাঁর হাস্যেজ্জ্বল ছবিই বলে দিচ্ছে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে বাংলাদেশের রাজধানী পুরান ঢাকার ইসলামপুর এলাকায় অবস্থিত ঐতিহাসিক এ নিদর্শনটি রীতিমতো তাকে রোমাঞ্চিত করেছে।

ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নবাব পরিবারের বাসভবন ও সদর কাচারি ছিল আহসান মঞ্জিল। পুরান ঢাকার সুরম্য দৃষ্টিনন্দন শৈলীর এ স্থাপনাটি এখন জাদুঘর। দেশ-বিদেশ থেকে প্রতিদিনই দর্শনার্থীরা এখানে এর সৌন্দর্য উপভোগের পাশাপাশি ইতিহাসের সঙ্গেও পরিচিত হতে আসেন।

বৈশ্বিক পরিমন্ডলেও আবেদন রয়েছে ঢাকার নবাব আবদুল গণি’র রক্তের উত্তরাধিকার ছেলে খাজা আহসান উল্লাহর নামে প্রতিষ্ঠিত এ নিদর্শনটির।

আরো পড়ুন: দক্ষিণ সুদানকে সামরিক ও প্রশিক্ষণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের (ভিডিওসহ)

ফলে বাংলাদেশের ঐতিহ্যকে ভিন্নরূপে উপস্থাপন করতেই দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস’র এসআরএসজি ডিভিড শিয়েরারের হাতে অনন্য এ স্মারক উপহার তুলে দিয়েছেন মিশন এলাকায় সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

এদিন তাঁর সাথে সৌজন্য সাক্ষাত শেষে সেনাপ্রধান তাকে এ স্মারক উপহার হিসেবে দিয়েছেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে গত সোমবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ৮ দিনের এই সরকারি সফরে তিনি কঙ্গোর পাশাপাশি দক্ষিণ সুদানও সফর করছেন। গুরুত্বপূর্ণ এ সফর শেষে আগামী ২৭ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ কঙ্গো সফরের পর দক্ষিণ সুদানেও গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছেন। বুধবার (২৪ এপ্রিল) তিনি সেখানে নিয়োজিত শান্তিরক্ষা মিশন আনমিসের ফোর্স কমান্ডার ও এসআরএসজি’র সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করেন। কথা বলেন দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের গভর্নর সঙ্গেও।

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করেন। এ সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে বাংলাদেশের কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

কালের আলো/এসটি/এএ