না ফেরার দেশে সাংবাদিক মাহফুজউল্লাহ

প্রকাশিতঃ 12:07 pm | April 27, 2019

কালের আলো প্রতিবেদক:

থাইল্যান্ডে চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

শনিবার(২৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্যাংককের বাম্রুনগাদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এ সময় মরহুমের স্ত্রী দিনারজাদী বেগম, ছোট মেয়ে ডা. নুসরাত হুমায়রা, ছোট মেয়ে জামাতা মিনহাজুল হক সেখানে ছিলেন।

ব্যাংককে হাসপাতালের সকল প্রক্রিয়া শেষ করে মরহুমের মৃতদেহ রোববার দেশে আনা হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের বড় মেয়ে মুসাররাত হুমায়রা অঙ্গনা।

মাহফুজউল্লাহ হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। গত ২ এপ্রিল সকালে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে গত ১০ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সে করে বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়।

সাংবাদিক মাহফুজউল্লাহ দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা এ সাংবাদিক ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

তিনি সাংবাদিকতা ছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

কালের আলো/এমএইচএ