শ্রীলঙ্কায় ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত ১৫

প্রকাশিতঃ 1:57 pm | April 27, 2019

কালের আলো ডেস্ক:

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। জঙ্গিদের সাথে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের পর ওই বাড়ি থেকে ৬ শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার(২৭ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের আম্পারা জেলার সাঁথারমুথুথুর এলাকার একটি বাড়িতে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ জন নারীর মরদেহ রয়েছে।

শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু জানান, গতকাল রাতে রোববারের সিরিজ বোমা হামলায় জড়িতদের খুঁজতে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানার অভিযানের সময় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় নতুন হুমকির মুখে দেশটির সব গির্জায় রোববারের ধর্মীয় আনুষ্ঠানিকতা বাতিল করেছে শ্রীলঙ্কান প্রশাসন।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে।

কালের আলো/এমএইচএ