ঢাকাকে নান্দনিক শহরে রুপান্তরে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-রাশিয়া
প্রকাশিতঃ 4:54 pm | April 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা শহরকে একটি আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরে বাংলাদেশ ও রাশিয়া যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগতানভ’র সাথে সৌজন্য সাক্ষাতে এসব আলোচনা করেন মেয়র আতিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন কালের আলো’কে জানান, সাক্ষাৎকালে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়ে তারা আলোচনা করেন।
তিনি বলেন, এসময় মেয়র ঢাকা শহরকে একটি স্মার্ট, আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলে রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান।

এসময় রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ আগামী ৪-৭ জুলাই মস্কোতে অনুষ্ঠেয় ‘মস্কো আরবান ফোরাম ২০১৯’ এ অংশগ্রহণের জন্য মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই।
কালের আলো/এমএইচএ