যে ২০১ জন আসছেন শোভন-রাব্বানীর পূর্ণাঙ্গ কমিটিতে

প্রকাশিতঃ 12:38 pm | April 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নানা জল্পনা-কল্পনা শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির ২৮১ জনের নাম চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের দুই সপ্তাহ পর ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তাদের নাম চূড়ান্ত করেছেন।

পূর্ণাঙ্গ কমিটির ২৮১ জনের তালিকা থেকে কালের আলো’র হাতে এসেছে সম্ভাব্য ২০১ জনের নামের তালিকা।

তবে সব কিছু এখনো নির্ভর করছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। মূলত প্রধানমন্ত্রীকে দেখিয়েই এ কমিটি ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়, এতদিন সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীর মধ্যে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব চরমে উঠলেও প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের পর সেটি কমতে শুরু করেছে। ফলে তারা দু’জনের সম্মতিতেই নামের তালিকা চূড়ান্ত হয়েছে।

কালের আলো’র হাতে আসা সেই ২০১ জনের তালিকায় যারা আছেন- সহসভাপতি পদে আছেন আল নাহিয়ান খান জয়, ইশাত তাসমিয়া ইরা, সোহান খান, আমিনুল ইসলাম বুলবুল, শওকতুল হাসান সৈকত, আল মামুন, আপেল মাহমুদ, হায়দার মোহাম্মদ জিতু, বিদ্যুৎ শাহরিয়ার কবির, বরকত হোসেন হাওলাদার, আবদুল্লাহ আল মাসুদ লিমন, তানজিল ভূঁইয়া তানভীর, ইমরুল হাসান নিশু, শহীদুল ইসলাম, সাদিক খান, এম সাজ্জাদ হোসেন, হারুন অর রশীদ, তৌহিদুল ইসলাম হিমেল, আনিস হাসান নয়ন, রাকিবউদ্দিন,

আওলাদ খান, খাজা খায়ের সুজন, আবু সালমান প্রধান শাওন, আরেফীন সিদ্দিক সুজন, শিমুল, আতিকুর রহমান খান, জহিরুল ইসলাম জহির, ফয়েজুল্লাহ মানিক, সোহেল, জিয়ান আল রশিদ, তৌফিকুল হাসান সাগর, কে এম রাসেল, মাজহারুল ইসলাম শামীম, আবদুর জব্বার রাজ, তরিকুল ইসলাম, নাসিরউদ্দিন, মেহেদী হাসান, জাহাঙ্গীর মনজিল পিপাস, মোহাম্মদ রনি,

আলীমুল হক, আপন আহসান, সোহেল রানা, হেলালউদ্দিন, আশরাফুল ইসলাম ফাহাদ, সুজন ভূঁইয়া, আরিফ হোসেন, মাহামুদুল হাসান, তৌহিদুর রহমান পরশ, মাহমুদুল তুষার, নাহিদ আহসান শাহীন, সুরঞ্জন ঘোষ, ফুয়াদ রহমান খান, মুনমুন বৈশাখী, ইসরাত সাদিয়া খান মিলি, সোহানী হাসান তিথি, হাফিজুর রহমান ও ডা. অসীম।

তালিকায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহবুব খান, আরিফুজ্জামান আল ইমরান, মহিউদ্দিন আহমেদ, বেনজীর হোসেন নিশি, লেখক ভট্টাচার্য, শামস-ই-নোমান, মোর্শেদুল হাসান রূপম, প্রদীপ চৌধুরী, বেলাল হোসেন বিদ্যুৎ, শাকিল ভূঁইয়া ও সরকার জহির রায়হান।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রকিবুল ইসলাম বাঁধন, সাবরিনা ইতি, ইরাজ আল রিয়াদ, ফেরদৌস আলম, নাজিমউদ্দিন, মামুন বিন সাত্তার, নাজমুল সিদ্দিক নাজ, সাজ্জাদ হোসেন, মুজাহিদুল ইসলাম সোহাগ, শামীম পারভেজ ও সাদ বিন কাদের চৌধুরী।

তালিকায় দপ্তর সম্পাদক পদে রয়েছেন আহসান হাবীব, প্রচার সম্পাদকে শফিকুল আলম রেজা ও আন্তর্জাতিক সম্পাদকে রাশিদুল হক চৌধুরী।

এছাড়া বিভিন্ন সম্পাদক ও উপ-সম্পাদক পদে রয়েছেন আল আমিন সিদ্দিক সুজন, আরিফ খান, তানান, আরিফুল ইসলাম আরিফ, ফুয়াদ হাসান, মিহির রঞ্জন ঘোষ, আবদুল্লাহ আল মাসুম, জাহেদ হোসেন, আয়নাল সর্দার, শাহীন আলম, নেয়ামত উল্লাহ তপন, আবদুল্লাহ হীল বারী, মাহফুজুর রহমান নয়ন, সালেকুর রহমান শাকিল, ফারুক আহমেদ, এস এম হাসান আতিক, শফিউল ইসলাম সজিব, ফোরকান উদ্দিন চৌধুরী, ডা. কল্লোল, শেখ শামীম তুর্য, সুশোভন অর্ক,

নাজমুল হুদা সুমন, জসিমউদ্দিন, শেখ ওয়ালী আসিফ, তুহীন রেজা, শাহীন তালুকদার, সানাউল্লাহ সাব্বির, মেহেদী হাসান তাপস, খবির হোসেন সুমন, সরোয়ার আলম, আবু হাসান তাপস, আরিফ শেখ, আবদুল হামিদ, রাজু আহম্মেদ, হিরণ, সৌরভ দাশ, শওকত হোসেন, সাজ্জাদ আরেফীন শাওন, রায়হান রনি, ফেরদৌস শাহরিয়ার নিলয়, মেহেদী হাসান বাপ্পী, পলাশ কুমার দাশ, মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সী, মমিন শাহরিয়ার, ইমরান শেখ, আবু হাসনাত সরদার হিমেল,

আতিকুল ইসলাম, আসাদুল ইসলাম রুবেল, অপু ভট্টাচার্য, আতাউল গণি কৌশিক, রাকিব হাসান রাকিব, আবু সাঈদ আকন্দ, শ্রাবণী শায়লা, মাহমুদুর রহমান মিঠু, মিজানুর রহমান রুদ্র, রবিউল ইসলাম হাসিব, মিয়া মো. রুবেল, সাদ্দাম হোসেন, ইমরান হোসেন মানিক, আল ইমরান, মেশকাত হোসেন, কামরুল ইসলাম সোহাগ, বাদশা শাওন, নাজমুস সাকিব, শাহাদাত হোসেন, পুতুল চন্দ্র রায়, রোকনুজ্জামান রোকন, তৌকির আহমেদ তপু, সাদুল মোস্তফা, মাহফুজুর রহমান,

সবুর খান কলিন্স, সাইফুল ইসলাম তুহিন, শাকিল আহমেদ জুয়েল, আবদুর রশীদ রাফি, রশিদ শাহরিয়ার উদয়, মনিরুল ইসলাম বাবু, ইমরান জমাদ্দার, বোরহান জামিল, মনিরুজ্জামান তরুণ, রহমতউল্লাহ খান শাকুর, রায়হান চৌধুরী, ফোরকান মাহমুদ, সোহাগ হোসেন, শাহনেওয়াজ কবির সানি, মহিউদ্দিন শিকদার, বায়জিদ হোসেন, খাদেমুল বাশার জয়, আপন দাশ,

পল্লব কুমার বর্মণ, মাহাবুবুর রহমান সালেহী, দেলোয়ার হোসেন রাইন, বেনজীর আহমেদ, সোহানুর রহমান সোহান, তড়িৎ চৌধুরী, নবী আলম, শরীফ হাসান, সুজন শেখ, আরিফ হোসেন, বি এম শরীফুল ইসলাম সবুজ ও শাহাদাতুল হাসান আল মুরাদ।

এছাড়া তালিকায় রয়েছেন ইন্দ্রনীল শর্মা রনি, ফারুক হোসেন, আবদুল্লাহ আল মামুন, নাজমুল হোসেন, শাহ আলম, আতিক হাসান রাব্বি, আবদুল কাইয়ুম, পারভেজ হোসেন, আসিফ ইকবাল রিপন, রিপন মিয়া, জুলফিকার রহমান, আলমগীর পারভেজ, জাকারিয়া খান শাকিল, পার্থ সারথী দেবনাথ, রাশেদ ফেরদৌস আকাশ, ওয়াহেদ লিখন ও আবু হুমায়রা রাফি।

ছাত্রলীগের সর্বশেষ দুদিনব্যাপী সম্মেলন হয় ২০১৮ সালের ১১ ও ১২ মে। এর প্রায় দেড় মাস পর গত বছরের ৩১ জুলাই শোভনকে ছাত্রলীগের সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ওই দিন গণভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরীর দুটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। তারপর প্রায় এক বছর হতে চললেও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় গত ১৫ এপ্রিল আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেন শেখ হাসিনা।

কালের আলো/এএম/এমএইচ