‘ভ্রমণপিপাসু মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’
প্রকাশিতঃ 1:24 am | May 03, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
দেশের ভ্রমণপিপাসু মানুষকে উন্নত সেবা দিয়ে তাদের আস্থা অর্জনে সক্ষম হবে পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এমন মন্তব্য করেছেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
আইজিপি দেশে ও দেশের বাইরে আকর্ষণীয় পর্যটন স্পটে স্বল্পমূল্যে নতুন নতুন ভ্রমণ প্যাকেজ নিয়ে আসার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বানও জানান।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে আনুষ্ঠানিকভাবে পুলিশ কল্যাণ ট্রাস্টের নিজস্ব ব্যবস্থাপনায় চালু হওয়া ‘পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে-বিদেশে ভ্রমণসংক্রান্ত যাবতীয় সেবা দিতে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যাত্রা শুরু হলো। এখান থেকে টিকেট ক্রয়, ভিসা প্রসেসিং, হজ-ওমরাহ, হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।
অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি (এফঅ্যান্ডডি) ও পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান মুহম্মদ তারিক, কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল এবং ব্যবসায়িক পরিচালনা কমিটির সভাপতি এম খোরশেদ আলম।
পরে আইজিপি পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে আয়োজিত বাৎসরিক র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কালের আলো/এএম/এমএইচএ