বাকৃবি’র শিক্ষককে হুমকি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
প্রকাশিতঃ 8:59 pm | February 26, 2018
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/02/jashim-pic-new.jpg)
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষককে হাত-পা ভেঙে হত্যার হুমকির ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নগরীর কেওয়াটখালী এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে হুমকি দেয়ার ঘটনায় মামলা করলে জসিমকে গ্রেফতার করা হয়। জসিমের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের সামনে সোমবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গভর্নিং বডির চেয়ারম্যানকে হুমকি ও বহিরাগতদের ক্যাম্পাসে অবাধ বিচরণের প্রতিবাদে এবং হুমকিদাতা ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
কালের আলো/ওএইচ