জামিনে কারামুক্ত শিমুল বিশ্বাস

প্রকাশিতঃ 4:07 pm | May 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কারাবন্দি হওয়ার এক বছর দুই মাস পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার(৪ মে) দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন আদালতে উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস। রায়ে কারাদণ্ডের আদেশ দেয়ার পর খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়। ওই সময় গোয়েন্দা পুলিশ শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে সবগুলো মামলায় জামিন পান শিমুল বিশ্বাস। এরপর আজ শনিবার নরসিংদী কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী।

কালের আলো/এসআরএ/এএ