হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার, কথিত স্বামী পলাতক
প্রকাশিতঃ 1:51 pm | February 27, 2018
কালের আলো রিপোর্ট:
চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে ফরিদা খাতুন (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে সদর থানা পুলিশ চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের ২০৪ নম্বর কক্ষের তালা খুলে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিকসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস জানান, হোটেলের রেজিস্টারে স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুর সদরের ঠিকানা লিখে জনৈক আনোয়ার হোসেন ও নিহত ফরিদা গত ২১ ফেব্রুয়ারি রাতে চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের ২০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। আজ সকালে হোটেল কর্তৃপক্ষ কক্ষ তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে কথিত স্বামী আনোয়ার পলাতক রয়েছেন।
কালের আলো/ওএইচ