সংসার ঠিক রাখতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়!
প্রকাশিতঃ 6:49 pm | February 27, 2018

কালের আলো ডেস্ক:
নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন বলে ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার মরনে মরকেল। আগামী ১ মার্চ থেকে ডারবানে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ও অজিরা। আর এই টেস্টই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন সূচির কারণেই নাকি পরিবারের মধ্যে চাপ তৈরি করেছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন,“খুবই কঠিন একটি সিদ্ধান্ত এটি। তবে আমি মনে করি, জীবনের নতুন অধ্যায় শুরু করার এটিই সবচেয়ে ভালো সময়। আমার পরিবার নতুন, আমার স্ত্রী বিদেশি। আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন সূচি আমার পারিবারিক জীবনে বড় ধরনের চাপ তৈরি করছে। তবে আমি মনে করি, আমার যা বয়স, তাতে আমার মধ্যে আরও অনেক ক্রিকেট বাকি রয়েছে। তবে আমি ভবিষ্যৎটা নিয়ে খুবই উত্তেজিত। এই মুহূর্তে অবশ্য আমার পূর্ণ মনোযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দিকে।”
ধারণা করা হচ্ছে অবসরের পর ইংল্যান্ড ক্রিকেটের ‘কলপাক’ চুক্তিতে খেলবেন মরকেল। কলপাক এমনই এক চুক্তি, যেটিতে সমঝোতা হলে কোনো জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ থাকে না। সেদিক দিয়ে ৩ এপ্রিল জোহানেসবার্গে অজিদের বিপক্ষে শেষ টেস্টেই তার ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ। ফলে ৮৭ টেস্ট হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। যেখানে বর্তমানে ৮৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৯৪টি।
এর আগে প্রোটিয়াদের হয়ে ২০০৬ সালে টেস্ট অভিষেকের পর জাতীয় দলের কার্যকরী সদস্য পেসার হিসেবে ভূমিকা রেখেছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। জুটি বেধেছিলেন পেসার ডেল স্টেইনের সঙ্গে। এমনকি ২০১৫ সালে স্টেইন ও ভারনন ফিল্যান্ডারের পরিবর্তে তিনিই দলের পেস নেতৃত্ব দিয়েছিলেন। মরকেল টেস্টের পাশাপাশি জাতীয় দলের হয়ে রঙ্গিন পোশাকের ওয়ানডেতে ১১৭ ম্যাচে ১৮৮ উইকেট ও ৪৪টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়েছেন।
কালের আলো/ওএইচ