তাপমাত্রা আরও বাড়তে পারে: আবহাওয়া অফিস

প্রকাশিতঃ 1:15 pm | May 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রমজান মাসে গরমের তীব্রতায় মানুষের হাঁসফাঁস অবস্থা। এদিকে বৃহস্পতিবার (০৯ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেছেন, দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, ‘আগামী দুইদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে ১২ থেকে ১৩ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁ অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

কালের আলো/বিএআর/এমএম