লন্ডন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 11:08 pm | May 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

যুক্তরাজ্যে ১০ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে শুক্রবার (১০ মে) দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শনিবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডনে যান। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।

কালের আলো/এনএল/এমএইচএ