ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের আমন্ত্রণে হাওয়াই যাচ্ছেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 8:01 pm | May 16, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে হাওয়াই যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
শুক্রবার(১৭ মে) ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে তিনি এ সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।
আরো পড়ুন: সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠিত
সেনাপ্রধান হাওয়াই এর হুনুলুলুতে অনুষ্ঠিতব্য ল্যান্ড ফোর্সেস অফ প্যাসিফিক সিম্পোজিয়াম এন্ড এক্সপজিশনে অংশগ্রহণ করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় হলো এ ফ্রি এন্ড ওপেন ইন্দো-প্যাসিফিক ইনোভেটিভ এন্ড এগেইল ল্যান্ড ফোর্সেস। যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশসমুহের সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
এছাড়া সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল ডিস্কাশনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি অন্যতম প্রধান বক্তা হিসেবে ল্যান্ড ফোর্সেস ইনক্রেসড এন্ড ইন্টারঅপারেবিলিটি উইথ এলাইস এন্ড পার্টনার্স বিষয়বস্তুর উপর বক্তব্য প্রদান করবেন।
প্রসঙ্গত, ২০০৫-০৬ সালে সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউএনএমআইএস এর ফোর্স কমান্ডারের মিলিটারি এ্যাসিসট্যান্ট হিসেবে দায়িত্ব পালন কালে ৫০ টিরও বেশি দেশের প্রতিনিধিগণের সাথে সম্মিলিতভাবে কাজ করার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সকলের মাঝে তুলে ধরতে সেনাপ্রধানকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া, সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারী দেশসমূহের শীর্ষস্থানীয় সামরিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং ২২ মে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছে আইএসপিআর।
কালের আলো/এএ/এমএইচএ