ট্রাম্পের উপ-সহকারী লিসা রাষ্ট্রীয় সফরে ঢাকায়

প্রকাশিতঃ 2:49 pm | March 02, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গেও আলোচনা করবেন।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপসহকারী হিসেবে কাজ করার পাশাপাশি ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র পরিচালকের দায়িত্বেও রয়েছেন। বাংলাদেশসহ এই অঞ্চল বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণী পদে রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত লিসা কার্টিসের এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন ঢাকার কর্মকর্তারা। লিসা কার্টিসের তিন দিনের এ সফরের মাধ্যমেই ট্রাম্প যুগের নতুন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক যোগাযোগের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

কালের আলো/এমএ