বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৬
প্রকাশিতঃ 11:40 am | May 18, 2019
কালের আলো প্রতিবেদক:
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে দু’জন রাস্তার পাশে কর্মরত শ্রমিক এবং চারজন বাসের যাত্রী বলে জানা গেছে।
নিহতদের মধ্যে বাগেরহাট সদর হাসপাতালের কোদলা গ্রামের হেকমত বিশ্বাস (৪৫), খুলনা জেলার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের কুদ্দুস সরদার (৬০), খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাস চালক ফরহাদ (৪৫) ও অজ্ঞাতপরিচয় নারীর (৩০) নামপরিচয় জানা গেছে।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্য উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালের আলো/এএ