আমি অতোটা নরম মনের না: সানাই
প্রকাশিতঃ 7:54 pm | March 02, 2018

কালের আলো ডেস্ক:
ফেসবুকে ছবি পোস্ট দেয়াকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় চিত্রনায়িকা সানাইকে নিয়ে তৈরি হয় নানা ধরনের সমালোচনা। এর মধ্যে ফেসবুকে অশ্লীল ছবি পোস্টের অভিযোগে চিত্রনায়িকা সানাইয়ের নামে উকিল নোটিশ পাঠিয়েছেন এডভোকেট ডি. এইচ দিপু নামের একজন আইনজীবি।
এদিকে উকিল নোটিশ পাওয়া পর চিত্রনায়িকা সানাই ১: ৫৫ মিনিটে নিজের ওয়ালে নোটিশসহ আবার একটি পোস্ট ছুঁড়ে দেন। যেখানে তিনি লিখেন, মাথায় বাজ পড়তেছে আমার। আর কতো?? ১ লা ফাল্গুনে আমি ফেসবুকে কি ছবি আপলোড করছি তার জন্য আমার বাসার ঠিকানায় ঊকিল নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্ট এর ঊকিল। এটা কতোটা যুক্তিসংগত হয়েছে?? আমি কি আসোলেও তেমন কোন পিক আপ দিয়েছি?? এগুলো কেন করছেন আপনারা? কোন উদ্দেশ্য থেকে, আমার জানা দরকার। শুরু থেকেই আমার ডানে গেলে দোষ, বামে গেলে দোষ.. কাহিনী কি?? আর এই নোটিশ পাওয়ার পর, আপনারা কি মনে করেছেন, আমি বাসায় লেপ গায়ে দিয়ে কান্না করব?? স্যরি, আলহামদুলিল্লাহ্ আমি অতোটা নরম মনের না। আল্লাহ্ আমাকে অনেক সাহসী বানিয়েছেন। এগুলা করে লাভ নাই।
উল্লেখ্য গত ২২ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট ডি. এইচ দিপু চিত্রনায়িকা সানাই এর নামে একটি উকিল নোটিশ তার বাসায় পাঠিয়ে দেন। আর সেখানে তিনি উল্লেখ করেন, আমি এডভোকেট ডি. এইচ দিপু, আমি অত্র লিগ্যাল নোটিশ গ্রহীতাকে নিম্ন লিখিত মর্মে অবহিত করছি যে, আপনি সানাই মাহবুব সুপ্রভা গত ১৩/০২/২০১৮ ইং তারিখে ৬:১৩ (পি.এম) ঘটিকার সময় ‘Sanayee Mahbob Suprova’ নামক ফেসবুকে আইডি থেকে স্বল্প বসন পরিহিত ৪টি অশালীন ছবি পোস্ট করেন। পোস্টটি অল্প সময়ের মধ্যেই একাধিক আইডি থেকে শেয়ার করা হয় ও সমালোচনার ঝড় তোলে। আপনার এহেন মানসিকতা যুব সমাজকে নৈতিকতা বিবর্জিত কাজে উদ্বুদ্ধ করে। আপনি হাজার বছরের বাঙালী সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, বঙ্গ নারীর সম্মান ও মর্যাদা ক্ষুন্ন এবং সাধারণ মানুষের অনুভূতিতে আগাত করেছেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি নোটিশ প্রাপ্তির সাথে সাথে ঐ সকল কুরুচিপূর্ণ পোস্ট আপনার আইডি থেকে সরিয়ে নিবেন এবং ভবিষ্যতে এ ধরনের অসামাজিক, জনমনে ঘৃনা ও উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট দেয়া থেকে বিরত থাকবেন। নতুবা আপনার প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। অত্র লিগ্যাল নোটিশ এক কপি ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমার সেরেস্তায় রক্ষিত রইল।
কালের আলো/এমএ