কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে ৪ জনের মৃত্যু
প্রকাশিতঃ 1:07 pm | March 03, 2018
কালের আলো রিপোর্ট:
কক্সবাজারের চকরিয়ার আজিজ নগরে জসিম উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোচালক জয়নাল আবেদিন (২৫) রামু উপজেলার উত্তর কুনিয়াপালং এলাকার শামসুল আলম চকিদারের ছেলে, সাহাবুদ্দিন (১৮) উখিয়া রাজাপালং এলাকার মির আহমেদের ছেলে, হারুনু-উর রশিদ একই এলাকার গফুর মিয়ার ছেলে ও আলী আকবর (২২) বাদশা মিয়ার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ভোর ৬টার দিকে হারবাংয়ের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজারমুখী দুই মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয় এবং আহত হয় কমপক্ষে ১২ জন।
আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
কালের আলো/ওএইচ