বিচারাধীন মামলার সংবাদ পরিবেশনে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা

প্রকাশিতঃ 6:01 pm | May 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন না করার বিজ্ঞপ্তির পর পুনরায় নিজেদের বক্তব্য স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারকাজ প্রভাবিত করে, এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয়।’

মঙ্গলবার (২১ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে সোমবার (২০ মে) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিচারাধীন মামলার সংবাদ করার বিষয়ে সুপ্রিম কোর্ট একটি স্পষ্ট ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারকাজ প্রভাবিত হয়, এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয়। এ অবস্থায় গত ১৬ মে জারি করা বিজ্ঞপ্তিটি স্পষ্ট করা হলো এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।’

কালের আলো/এআর/সিএম