পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 8:33 pm | May 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গণভবনে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ মে) প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ ইফতার মাহফিলে যোগ দেন কবি, সাহিত্যিক, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ক্রীড়াবিদসহ বিভিন্ন পেশাজীবীরা।

গণভবনে প্রাঙ্গণে তাদের সঙ্গে ইফতার করেন শেখ হাসিনা।

ইফতারের বেশ কিছুক্ষণ আগে আমন্ত্রিতদের মাঝে এসে কুশল বিনিময় করেন।ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গণভবনের এ ইফতারে কয়েকশ পেশাজীবী অংশ নেন।

এর আগে গত রোববার আলেম, ওলামা, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন নিয়ে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালের আলো/এএ/এমএইচএ