ভেজাল বিরোধী অভিযানে নেত্রকোনায় এসিআই লবন ও বাঘাবাড়ি ঘি ধ্বংস
প্রকাশিতঃ 10:56 pm | May 21, 2019
কালের আলো প্রতিবেদক:
নেত্রকোনা সদরে হাইকোর্টের নির্দেশ মোতাবেক ৫২টি নিষিদ্ধ পণ্যের তদারকির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮টি প্রতিষ্ঠান হতে জব্দকৃত ১৭৬ কেজি এসিআই লবন, প্রায় ৬ কেজি বাঘাবাড়ির ঘি ধ্বংস করা হয়েছে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদবিহীন পণ্য এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১০০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(২১ মে) অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে উপজেলার মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় নেত্রকোণা জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার মাইতি প্রমূখ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে নিয়মিত এ বাজার অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।
কালের আলো/এএ/এমএইচএ