নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

প্রকাশিতঃ 1:33 pm | May 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ৫২ পণ্য বাজার থেকে সরিয়ে না নেওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ জুন (রোববার) তাকে আদালতে হাজির হয়ে বাজার থেকে ৫২টি পণ্য না সরানোর কারণ ব্যাখ্যা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ মে) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবীকে বলেন, ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। ৫২ পণ্য নিয়ে হাইকোর্টকে হাইকোর্ট দেখাচ্ছেন?

এ সময় বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ৫২ পণ্য বাজার থেকে সরিয়ে না নেওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানেরকে তলব করেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। একই সঙ্গে ভোক্তা অধিকারকে আগামী ২ দিনের মধ্যে নিম্নমানের সকল পণ্য বাজার থেকে সারানোর নির্দেশ দেন।

দেশের বাজারে ৪০৬টি পণ্য থেকে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) শুনানির নিধারিত দিনে বাকি ৯৩টির পণ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য আবেদন করেছেন রিটকারীদের আইনজীবী।

কালের আলো/এএ/আরএম