জাফর ইকবালের হামলাকারী ফয়জুরের চাচাকে গ্রেপ্তার
প্রকাশিতঃ 11:07 am | March 04, 2018
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/02/greftar-logo.jpg)
কালের আলো রিপোর্ট:
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুরের চাচা আব্দুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র্যাব-৯।
রোববার ভোরে দিরাই উপজেলার কালিয়ারকাপনে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। এর আগে হামলাকারী ফয়জুরের মামাকে সিলেট থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী যুবক ফয়জুর। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হন সেই হামলাকারী।
আটক ফয়জুর রহমান দিরাই উপজেলার কালিয়ার কাপনের হাফিজ আতিকুর রহমানের ছেলে। আতিকুর রহমান সিলেটের টুকেরবাজার মহিলা মাদ্রাসার শিক্ষক। তারা বর্তমানে সিলেট সদর উপজেলার টুকেরবাবাজার ইউনিয়নের কুমারগাওস্থ শেখপাড়া এলাকায় একটি বাসায় থাকতেন।