মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই
প্রকাশিতঃ 3:43 pm | March 06, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো: মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা গেছেন।
মঙ্গলবার দুপুর পৌনে ১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ফেরদৌসী প্রিয়ভাষিণী ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনা শহরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। সেই বাড়ির নাম ছিল ‘ফেয়ারী কুইন’ বা ‘পরীর রাণী’।
প্রিয়ভাষিণীর ব্যক্তি ও শিল্পী জীবনে নানা বাড়ির প্রভাব অপরিসীম। এই নানা বাড়িতেই কেটেছে তাঁর শৈশব-কৈশোরের দিনগুলো।
তাঁর জীবন সংগ্রামে তাঁর সবচেয়ে বড় সঙ্গী ছিলেন তাঁর স্বামী।
তার শিল্পকর্ম বেশ জনপ্রিয়। মূলত ঘর সাজানো এবং নিজেকে সাজানোর জন্য দামী জিনিসের পরিবর্তে সহজলভ্য জিনিস দিয়ে কীভাবে সাজানো যায় তার সন্ধান করা থেকেই তাঁর শিল্পচর্চার শুরু। নিম্ন আয়ের মানুষেরা কীভাবে অল্প খরচে সুন্দরভাবে ঘর সাজাতে পারে সে বিষয়গুলো তিনি দেখিয়েছেন। ঝরা পাতা, মরা ডাল, গাছের গুড়ি দিয়েই মূলত তিনি গৃহের নানা শিল্প কর্মে তৈরি করতেন, যা বাংলাদেশের ভাস্কর্য শিল্পের জগতে ব্যতিক্রম এবং নতুন মাত্রা দিয়েছে।