সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মেয়র আতিকের

প্রকাশিতঃ 8:59 pm | June 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, বস্তিগুলোর উন্নয়নে ডিএনসিসি আরও মনোযোগী হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক-শারীরিক বিকাশে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কড়াইল আদর্শনগর এরশাদ স্কুলে ডিএনসিসির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে কড়াইল, ভাষানটেকসহ আরো অনেক বস্তি রয়েছে। এসব বস্তিতে জলাবদ্ধতা, স্যানিটেশনসহ অনেক সমস্যা আছে। এসব সমস্যা নিরসনে এবং বস্তির উন্নয়নে যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে এক হয়ে কাজ করবে ডিএনসিসি।

আতিকুল ইসলাম বলেন, এখন সময় এসেছে বস্তির উন্নয়নে কাজ করার। বস্তিতে বড় বড় অট্টালিকা নির্মাণের ব্যবস্থা করবো। যাতে দু’রুমের বেডরুম ও খেলার মাঠের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ আত্মীয়-স্বজন, ভাই-বোনের বাড়িতে যান। আমি কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশু-কিশোর-যুবকদের সঙ্গে ঈদ আনন্দ উৎসর্গ করতে চাই। যারা বস্তিতে থাকেন তারাও মানুষ। আমরাও মানুষ। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজিত ঈদ উৎসবে দিনব্যাপী আয়োজনে ছিল ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসি মেয়র।

এসময় মন্ত্রীর পদমর্যাদার মেয়রকে কাছে পেয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররাও আনন্দে মেতে ওঠে।

অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে ‘মুজিব কমিকস’ উপহার দেয়া হয়। এছাড়া সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য বাহারি রকমের ঈদ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

ঈদ উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবীন্দ্রশ্রী বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, আফসার উদ্দিন খান এবং ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা।

কালের আলো/এএ/এমএইচএ