ফোক গানেও পারদর্শী মেয়র আতিকুল ইসলাম! (ভিডিও)
প্রকাশিতঃ 10:40 am | June 11, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
একজন নগর পিতা হিসেবে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। কঠিন পরিস্থিতিও মোকাবেলা করছেন দক্ষতার সঙ্গেই। দিনমান নানা কাজের ব্যস্ততায় ফুরসত নেই দম ফেলানোরও। আছে নানা সমাজসেবামূলক কাজও। এসবের পাশাপাশি শিল্প সাংস্কৃতিক পরিমন্ডলেও তাঁর বিচরণ রয়েছে। সবকিছুতেই সিদ্ধহস্ত এ নগর পিতার নাম মেয়র আতিকুল ইসলাম।
আরো পড়ুন: মেয়র হিসেবে আতিকের প্রথম ঈদ, বললেন অনেক অজানা কথাই
অলরাউন্ডার এ নগর পিতাকে এবার দেখা গেলো নিজের দরাজ কন্ঠে গান গাইতে। সম্প্রতি ডিবিসি নিউজের ঈদের বিশেষ ‘সংবাদ সম্প্রসারণ’ অনুষ্ঠানে সঞ্চালক শারমিন চৌধুরী’র অনুরোধে শুনিয়ে দিলেন নিজের পছন্দের সেই গান। গেয়ে উঠেন ‘— আদমে করেনা গুনাহ, তুমি বলো পাপ/বুঝেছি বুঝেছি মাওলা তোমার অনুভব।
আরো পড়ুনঃ অতি উৎসাহী সেই কর্মকর্তার জন্যই বিব্রতকর অবস্থায় মেয়র আতিক!
তুমি চোরের কও চুরি করো, গৃহস্থরে কও ধরো ধরো ধরো/বুঝেছি বুঝেছি মাওলা তোমার লীলাখেলা গো/মানুষও বানায়া খেলছো যারে লইয়া, সেই মানুষও কেমনে গুনাহগার…।’
এর আগে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি সংগীত শিল্পী না। আমি ঝাঁড়ু দেই। ময়লা পরিস্কার করি। আমি ফোক গান পছন্দ করি এবং গান করি। আমার ওয়াইফ রবীন্দ্র সঙ্গীত করেন।’
আরো পড়ুন: উন্নয়ন কাজে কেন ভোগান্তি, প্রশ্ন মেয়র আতিকুল ইসলামের
অনুষ্ঠানের শেষে মেয়র আতিকুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নগর পরিস্কার পরিচ্ছন্ন থাকবে। সবাই গ্রামে যাবেন, গ্রামকে অনেক ভালোবাসেন। আমরা সবাই যেন শহরে ফিরে নিয়ম মেনে চলি। নির্দিষ্ট যায়গায় ময়লা ফেলি এবং আঙিনা পরিস্কার রাখি। নিয়ম মেনে চলি, বড়দের সম্মান ও ছোটদের যাতে স্নেহ করি.. ঈদ মোবারক।’
কালের আলো/এমআর/এএএমকে