ভোগান্তি হওয়ায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 8:08 pm | March 07, 2018

সিনিয়র প্রতিবেদক, কালের আলো:

৭ মার্চের জনসভার জন্য নগরবাসীর ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সহনশীল দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন।

কাদের বলেন, তারা সব জনসভা সাপ্তাহিক ছুটির দিন শুক্র অথবা শুনিবার ছুটির দিন করেছেন। কিন্তু ৭ মার্চ এবার কর্মদিবসে পড়ে যাওয়ায় কিছু করার ছিল না।

১৯৭১ সালর ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মরণে আজ বুধবার একই ময়দানে আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বেলা আড়াইটার দিকে এই জনসভা শুরু হলেও নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে সকাল থেকেই। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন বলে নিরাপত্তাতেও কড়াকড়ি আছে। আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গত অক্টোবরে এই ভাষণটিকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার পর এবার প্রথমবারের মতো পালন করা হচ্ছে দিবসটি। আর অন্যান্য বছরের তুলনায় এবার জনসভায় লোক সমাগমও বেশি করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল।

এ জন্য ভাড়া করা হয়েছে বাস, ট্রেন। আর এ কারণে নগর পরিবহনে সংকট দেখা দিয়েছে। যেসব বাস যাত্রী পরিবহন করত, সেগুলো নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের অন্যান্য জনসভাগুলো ছুটির দিনে শুক্রবার ও শনিবার করেছি। কিন্তু এই দিনটি সকল বাঙালির সম্পদ। এই দিনটি পরিবর্তন করা যায় না।’

নগরবাসীর উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনাদের একটু কষ্ট হলেও সহনশীল হওয়ার জন্য অনুরোধ জানাই।’

কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা এই দিনটি মুছে দিতে চেয়েছিল। কিন্তু আর এটি কেবল বাঙালির ইতিহাস নয়, সারা বিশ্বের সম্পদে পরিণত হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন আওয়ামী লীগ নেতা।

 

কালের আলো/ওএইচ