ক্যালেণ্ডারের প্রতিটা দিন হোক নারীর

প্রকাশিতঃ 2:04 pm | March 08, 2018

শরীফুল হাসান:

কেবল ৮ মার্চ নয়, ক্যালেণ্ডারের প্রতিটা দিন হোক নারীর। নিজের জন্মদাত্রী মাকে যেমন আমরা ভালোবাসি, নিজের বোনটাকে যেভাবে আগলে রাখি সেভাবেই যেন পৃথিবীর প্রতিটা মেয়েকে আমরা সম্মান করি। যারা ভাবছেন সবাই‌কে বোন ভাব‌লে প্রেম করবো কার সাথে? সেক্ষেত্রে বলছি-পুরুষ নয়, আগে মানুষ হই। এরপর ভালোবাসি। কারণ মানুষেরা কাউকে অসম্মান করে না।

স‌ত্যিকা‌রের পুরুষ বা স্বামী স্ত্রী‌কে কাউকে নির্যাতন ক‌রে না। নয়‌তো এসব দিবস বা শু‌ভেচ্ছা জানা‌নো অর্থহীন। চলুন শপথ নেই অামরা পুরুষরা নারীর পা‌শে থাকিবো সবসময়। সেটা না পার‌লেও অন্তত প্র‌তিবন্ধক হ‌বো না।

কেউ য‌দি তথ্যগু‌লো দে‌খেন চম‌কে উঠ‌তে পা‌রেন। বাংলা‌দে‌শে বাল্যবিবা‌হের হার ৫২ শতাংশ। শতকরা চার ভাগ নারীরও জ‌মির কার্যকর মা‌লিকানা নেই। ৭২ শতাংশ বিবা‌হিত নারী পা‌রিবা‌রিক নির্যাত‌নের শিকার। অথচ সমা‌জের উন্ন‌তির জন্য প্র‌য়োজন নারী পুরু‌ষের সমতা। মানুষ দা‌বি কর‌লে প্র‌ত্যে‌কের উচিত প্র‌ত্যেক‌কে সম্মান করা।

অাজ নারী দিব‌সে সব পুরুষ‌কে অনু‌রোধ চলুন মানুুষ হই। অার দু‌নিয়ার সব নারী‌কে অনু‌রোধ অাপনার ভাই, বন্ধু, প্রে‌মিক প্রতিটা পু‌রুষ‌কে মানুষ বানা‌নোর চেষ্টা করুন। কাউ‌কে না পার‌লে অন্তত নি‌জের ছে‌লে সন্তানটা‌কে যা‌তে সে অন্তত কোন নারীকে অসম্মান না ক‌রে। আর্ন্তজাতিক নারী দিবসের শুভেচ্ছা পৃথিবীর সব নারীকে।

 

লেখক: ফ্রিল্যান্স কলামিষ্ট

কালের আলো/ওএইচ