নওগাঁয় পানের বাজার চড়া, বিপাকে ক্রেতারা
প্রকাশিতঃ 3:26 pm | March 08, 2018
সুলতান আহমেদ, কালের আলো:
নওগাঁর মান্দা’সহ উত্তরাঞ্চলের পানের বাজারগুলোতে হঠাৎ যেন আগুন লেগেছে। পানের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। গত কয়েক সপ্তাহ ধরে এ অবস্থা দেখা দিয়েছে।
মান্দা সদর উপজেলার সতীহাট পানের বাজারে সরজমিনে দেখা যায়, ছোট ছোট পান বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকা দরে ১ বিরা (৬৪ টি পান) । একটু ভালো পান বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। আর বড় ও ভালো পান বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে। খিলি পান দোকানগুলিতে প্রতিটি ছোট পান বিক্রি হচ্ছে ৫-৬ টাকা দরে। সতীহাটের পান ব্যবসায়ী, জিয়াউর রহমান, ওয়াসিম, মোহাইমিনুল জানান, মান্দার সতীহাট আমদানী নির্ভর এলাকা । এ সময় এখানে রাজশাহী, মোহনপুর, কেশরহাট, হাট গাঙ্গোপাড়া সহ বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পান আসে।
এবার ঘন কুয়াশার কারণে পানের বরজে ছাত্রাকের আক্রমণ বেশি হওয়ায় পান নষ্ট হয়ে গেছে। নতুন পান না আসা পর্যন্ত পানের দাম এ ভাবেই উঠা নামা করে। প্রতি বছরই এসময় পান নষ্ট হওয়ার বিভিন্ন অজুহাতে বাজারে পানের দাম বৃদ্ধি হয়ে থাকে।
বাজারে পান ক্রয় করতে আসা সেতু নামের একজন ক্রেতা জনান, হঠাৎ করে পানের দাম কেন বেড়েছে বুঝতে পারলাম না। আড়তদাররা অধিক মুনাফার জন্য বাড়িয়েছে, নাকি মোকামে পান সংকট। কিছুদিন আগেও যে পান প্রতি বিরা কিনতাম সর্বোচ্চ ২০-৫০ টাকা করে, সেই পান এখন কিনতে হচ্ছে ১২০-১৫০ টাকা দরে। তিনি আরও বলেন, বাজারে পর্যাপ্ত পানের সরবরাহ থাকলেও পানের দামে কমতি নেই।
সতীহাটের খিলি পান বিক্রেতা সিপাহী জানান, গত কয়েক সপ্তাহ থেকে (৬৪টি) পানের দাম দ্বিগুণ হয়েছে। এ কারণে খিলি পান ৫ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না। যা আগে আমরা ৩-৪ টাকায় বিক্রি করেছি। তিনি জানান, পানের দাম অস্বাভাবিক ভাবে বাড়ায় খিলি পান বিক্রি অনেক কমে গেছে।
কালের আলো/এসএ/ওএইচ